শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সোমবার ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের অংশ হিসেবে এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। শাখা সেক্রেটারি মোজাম্মেল হোসাইন আবিরের সঞ্চালনায় এবং সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আবরারের শাহাদত তরুণ প্রজন্মকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। তারা বলেন, শিক্ষাঙ্গনে মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “আবরার ফাহাদ শুধুমাত্র একজন ছাত্র ছিলেন না; তিনি ছিলেন আদর্শ ও সাহসিকতার প্রতীক। তাঁর রক্ত শিক্ষাঙ্গনে গণতন্ত্র ও ন্যায়বিচারের নতুন চেতনা জাগিয়ে তুলেছে।”
সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যারা শিক্ষাঙ্গনে সহনশীলতা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং ক্যাম্পাসে নিপীড়নমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।