০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এক ক্লিকে কারাগারে যাবে জামিননামা : আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে বর্তমানে ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যেখানে প্রতিটি ধাপে হয়রানি ও অর্থ ব্যয়ের অভিযোগ রয়েছে। এই জটিলতা দূর করতে আগামীকাল (১৫ অক্টোবর) থেকে অনলাইনে জামিননামা পাঠানোর ব্যবস্থা চালু করা হবে। এর ফলে আদালতের জামিনাদেশ পাওয়ার পর এক ক্লিকেই সংশ্লিষ্ট কারাগারে জামিননামা পৌঁছে যাবে, এবং আসামির মুক্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
ড. আসিফ নজরুল বলেন, “আমরা আইন মন্ত্রণালয় থেকে একাধিক সংস্কার কাজ করেছি— পুরোপুরি নিজেদের উদ্যোগে, কোনো বাহ্যিক সহযোগিতা ছাড়াই। কাল আমরা পাইলট প্রকল্প হিসেবে অনলাইন বেইল বন্ড সিস্টেম উদ্বোধন করবো। এখন একজন আসামি আদালত থেকে জামিন পাওয়ার পর ১২টি ধাপে যেতে হয়, কোথাও কোথাও টাকা দিতেও হয়। আগামীকাল থেকে এই সব ঝামেলা দূর হবে— আদালতের এক ক্লিকেই জামিননামা সরাসরি জেলখানায় যাবে, যেখানে আসামি রয়েছেন।”

তিনি আরও বলেন, “আমাদের সরকারের অনেক টাকা রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১,৬০০ কোটি টাকা, আর রেজিস্ট্রার অফিসে (আইজিআর অফিস) রয়েছে ১,৫০০ কোটি টাকা। এগুলো কেউ খেয়াল করে না। আমরা চাইলে এই অর্থ দিয়েই বহু সংস্কারমূলক কাজ নিজেরাই করতে পারি।”

বিচার বিভাগ সম্পর্কিত প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, “বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই হবে।”
তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, এবং মানবাধিকার আইন সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

ট্যাগ

এক ক্লিকে কারাগারে যাবে জামিননামা : আসিফ নজরুল

প্রকাশিত হয়েছে: ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে বর্তমানে ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যেখানে প্রতিটি ধাপে হয়রানি ও অর্থ ব্যয়ের অভিযোগ রয়েছে। এই জটিলতা দূর করতে আগামীকাল (১৫ অক্টোবর) থেকে অনলাইনে জামিননামা পাঠানোর ব্যবস্থা চালু করা হবে। এর ফলে আদালতের জামিনাদেশ পাওয়ার পর এক ক্লিকেই সংশ্লিষ্ট কারাগারে জামিননামা পৌঁছে যাবে, এবং আসামির মুক্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
ড. আসিফ নজরুল বলেন, “আমরা আইন মন্ত্রণালয় থেকে একাধিক সংস্কার কাজ করেছি— পুরোপুরি নিজেদের উদ্যোগে, কোনো বাহ্যিক সহযোগিতা ছাড়াই। কাল আমরা পাইলট প্রকল্প হিসেবে অনলাইন বেইল বন্ড সিস্টেম উদ্বোধন করবো। এখন একজন আসামি আদালত থেকে জামিন পাওয়ার পর ১২টি ধাপে যেতে হয়, কোথাও কোথাও টাকা দিতেও হয়। আগামীকাল থেকে এই সব ঝামেলা দূর হবে— আদালতের এক ক্লিকেই জামিননামা সরাসরি জেলখানায় যাবে, যেখানে আসামি রয়েছেন।”

তিনি আরও বলেন, “আমাদের সরকারের অনেক টাকা রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১,৬০০ কোটি টাকা, আর রেজিস্ট্রার অফিসে (আইজিআর অফিস) রয়েছে ১,৫০০ কোটি টাকা। এগুলো কেউ খেয়াল করে না। আমরা চাইলে এই অর্থ দিয়েই বহু সংস্কারমূলক কাজ নিজেরাই করতে পারি।”

বিচার বিভাগ সম্পর্কিত প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, “বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই হবে।”
তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, এবং মানবাধিকার আইন সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।