
ঢাকা, ১৪ অক্টোবর: চলমান শিক্ষক আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমানের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী।
সভায় নেতৃবৃন্দ শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের জন্য জোরদাবি জানান। প্রধান দাবি ছিল: বাড়িভাড়া ভাতা: বর্তমানে ২০% প্রজ্ঞাপন রয়েছে, কিন্তু শিক্ষকেরা ৪৫-৫০% ভাতার দাবি করলেও আপাতত ২০% বাস্তবায়নের জোর দাবি। চিকিৎসা ভাতা: মাসিক ১,৫০০ টাকা প্রদান। বোনাস: ১০০% বোনাস প্রদান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “শিক্ষা জাতির মেরুদন্ড, আর শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড। শিক্ষকদের মৌলিক দাবিগুলো পূরণ করা সরকারের জন্য বড় কিছু নয়। তাই এই দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়া প্রয়োজন।” তিনি আরও বলেন, যদি দাবিগুলো নিয়ে কোনো টালবাহানা করা হয়, তবে কঠোর কর্মসূচি নেওয়া ছাড়া উপায় থাকবে না।
তিনি নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার এবং ১০৮৯টি এবতেদায়ি মাদরাসা এমপিও করার দাবি পুনর্ব্যক্ত করেন। সরকারের প্রতি আহবান জানান, শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়া এবং ন্যায্য ভাতা ও বোনাস নিশ্চিত করা প্রয়োজন।
ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, বর্তমান বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা যথেষ্ট নয়। সরকার অন্তরিক হলে সমস্যার সমাধান সহজেই সম্ভব। তিনি আরও বলেন, শিক্ষকদের এই ন্যায্য দাবিগুলো জাতীয় নির্বাচনের সতঃস্ফূর্ত দায়িত্ব পালনেও গুরুত্বপূর্ণ।
সভায় আরও বক্তব্য রাখেন: সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম । মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা শাহজাহান মাদানী, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মনজুরুল হক ,প্রাইমারি শিক্ষক পরিষদের সভাপতি ড. সাখাওয়াত হোসাইন
সমাপনী বক্তব্যে সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী বলেন, “আজকের সভায় বক্তারা যেসব দাবির কথা উল্লেখ করেছেন, সেগুলো পূরণের জন্য আমি সরকারকে আন্তরিকভাবে আহবান জানাচ্ছি।”