
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়,কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গঠন করা হয়, যার মূল লক্ষ্য ছিল জাতীয় সংলাপের মাধ্যমে একটি ঐকমত্য ভিত্তিক রাজনৈতিক কাঠামো নির্ধারণ করা।
কমিশনকে শুরুতে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যা শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট। তবে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। সর্বশেষ ১৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।
এবার তৃতীয় দফায় আরও ১৫ দিনের সময় বাড়ানো হয়েছে, যাতে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশসমূহ সরকারের কাছে দাখিল করতে পারে। সরকার জানিয়েছে, কমিশনের কার্যক্রমের অগ্রগতি বিবেচনা করেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।