
সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্মৃতি ভুলে নতুন করে শুরু করল বাংলাদেশ। ঘরের মাঠে ফিরে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে ১-০তে এগিয়ে গেল। এই জয়ে হারের বৃত্ত ভাঙল টাইগাররা।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয় (৯০ বলে)। অভিষিক্ত উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ৭৬ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে রিশাদ হোসেনের ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসে বাংলাদেশ দুইশ রানের গণ্ডি পার করে।
২০৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। তবে এরপরই শুরু হয় বাংলাদেশের স্পিনারদের দাপট, বিশেষ করে রিশাদ হোসেনের লেগ-স্পিন ঘূর্ণি।
দারুণ বোলিং পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন-আপ একাই গুঁড়িয়ে দেন এই ডানহাতি লেগ-স্পিনার। তিনি একাই নেন ৬ উইকেট, যা তার ক্যারিয়ার-সেরা বোলিং। এটি কোনো বাংলাদেশি স্পিনারের ওয়ানডেতে সেরা বোলিং ফিগারও। রিশাদের ঘূর্ণিতে সফরকারীরা ৩৯ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং।
রিশাদের শিকারের মধ্যে ছিল অ্যালিক আথানাজে (২৭), কেসি কার্টি (৯), ব্র্যান্ডন কিং (৪৪), শারেফান রাদারফোর্ড (০), রোস্টন চেজ (৬) এবং জেডন সিলস। একাই প্রথম ৫ উইকেট নিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজকে একেবারে কোণঠাসা করে দেন। এই জয়ের ফলে সিরিজে আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করল বাংলাদেশ দল।