১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এ. আর. রহমান কীভাবে পেলেন তাঁর বিশ্ববিখ্যাত নামটি

এ. আর. রহমান কীভাবে পেলেন তাঁর বিশ্ববিখ্যাত নামটি

সংগীত জগতের অনন্য প্রতিভা এ. আর. রহমান—এই নামটাই আজ বিশ্বজুড়ে সুরের এক প্রতীক। তবে সবাই জানেন না, এই কিংবদন্তির জন্মনাম ছিল দিলীপ কুমার। সম্প্রতি এক বিরল সাক্ষাৎকারে পাকিস্তানের পত্রিকা ডন-এর সঙ্গে আলাপচারিতায় রহমান তাঁর নাম পরিবর্তনের পেছনের গল্পটি শেয়ার করেন।

রহমান জানান, বাবার মৃত্যুর পর তাঁর পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। সেই সময়ই তিনি নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তিনি বলেন,

“সত্যি বলতে, আমি কখনোই আমার আগের নামটি পছন্দ করিনি। মহান অভিনেতা দিলীপ কুমারের প্রতি কোনো অসম্মান নয়, কিন্তু নামটি আমার সঙ্গে মানানসই লাগত না।”

পরে এক হিন্দু জ্যোতিষীর পরামর্শে দুটি নাম প্রস্তাব করা হয়—আবদুর রহমানআবদুর রহিম। রহমান বলেন,

“আমি সঙ্গে সঙ্গেই ‘রহমান’ নামটি ভালোবেসে ফেলেছিলাম। এক হিন্দু জ্যোতিষীই আমাকে আমার মুসলিম নাম দিয়েছিলেন।”

এরপর তাঁর মা পরামর্শ দেন নামের আগে “আল্লাহরাখা” যোগ করতে—যার অর্থ আল্লাহর দ্বারা সুরক্ষিত। সেই থেকেই তিনি হলেন এ. আর. রহমান (Allah Rakha Rahman)।

অন্যদিকে, হিন্দি ভাষার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এনডিটিভি গুড টাইমস-কে দেয়া আরেক সাক্ষাৎকারে রহমান বলেন, এক সময় দুর্বল হিন্দি জ্ঞানের কারণে নিজেকে “অপমানিত” মনে করতেন—বিশেষত তামিল গানের দুর্বল অনুবাদ পড়ে। সেই অভিজ্ঞতাই তাঁকে হিন্দি শেখার অনুপ্রেরণা দেয় এবং ভাষাটিতে দক্ষ হতে সাহায্য করে।

আজ তাঁর নাম যেমন বিশ্বব্যাপী সুরের প্রতীক, তেমনি তাঁর জীবনকাহিনি প্রমাণ করে—বিশ্বাস, পরিশ্রম ও আত্ম-অন্বেষণই মানুষের প্রকৃত পরিচয় গড়ে তোলে।

ট্যাগ

এ. আর. রহমান কীভাবে পেলেন তাঁর বিশ্ববিখ্যাত নামটি

প্রকাশিত হয়েছে: ১০:৪৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

সংগীত জগতের অনন্য প্রতিভা এ. আর. রহমান—এই নামটাই আজ বিশ্বজুড়ে সুরের এক প্রতীক। তবে সবাই জানেন না, এই কিংবদন্তির জন্মনাম ছিল দিলীপ কুমার। সম্প্রতি এক বিরল সাক্ষাৎকারে পাকিস্তানের পত্রিকা ডন-এর সঙ্গে আলাপচারিতায় রহমান তাঁর নাম পরিবর্তনের পেছনের গল্পটি শেয়ার করেন।

রহমান জানান, বাবার মৃত্যুর পর তাঁর পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। সেই সময়ই তিনি নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তিনি বলেন,

“সত্যি বলতে, আমি কখনোই আমার আগের নামটি পছন্দ করিনি। মহান অভিনেতা দিলীপ কুমারের প্রতি কোনো অসম্মান নয়, কিন্তু নামটি আমার সঙ্গে মানানসই লাগত না।”

পরে এক হিন্দু জ্যোতিষীর পরামর্শে দুটি নাম প্রস্তাব করা হয়—আবদুর রহমানআবদুর রহিম। রহমান বলেন,

“আমি সঙ্গে সঙ্গেই ‘রহমান’ নামটি ভালোবেসে ফেলেছিলাম। এক হিন্দু জ্যোতিষীই আমাকে আমার মুসলিম নাম দিয়েছিলেন।”

এরপর তাঁর মা পরামর্শ দেন নামের আগে “আল্লাহরাখা” যোগ করতে—যার অর্থ আল্লাহর দ্বারা সুরক্ষিত। সেই থেকেই তিনি হলেন এ. আর. রহমান (Allah Rakha Rahman)।

অন্যদিকে, হিন্দি ভাষার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এনডিটিভি গুড টাইমস-কে দেয়া আরেক সাক্ষাৎকারে রহমান বলেন, এক সময় দুর্বল হিন্দি জ্ঞানের কারণে নিজেকে “অপমানিত” মনে করতেন—বিশেষত তামিল গানের দুর্বল অনুবাদ পড়ে। সেই অভিজ্ঞতাই তাঁকে হিন্দি শেখার অনুপ্রেরণা দেয় এবং ভাষাটিতে দক্ষ হতে সাহায্য করে।

আজ তাঁর নাম যেমন বিশ্বব্যাপী সুরের প্রতীক, তেমনি তাঁর জীবনকাহিনি প্রমাণ করে—বিশ্বাস, পরিশ্রম ও আত্ম-অন্বেষণই মানুষের প্রকৃত পরিচয় গড়ে তোলে।