
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকের পর জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের পূর্বঘোষিত ২৫ ফেব্রুয়ারির গণঅবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।