
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তিনি । পদত্যাগের পর, তিনি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ।
মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে ।
পদত্যাগের পর, নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন, যা ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে। তিনি জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ।