ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত ২৬ ফেব্রুয়ারি গৃহবধূ আকলিমা বেগম হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন। রায় অনুযায়ী, আকলিমার দ্বিতীয় স্বামী সালাম বিশ্বাস (৪১) এবং তার সহযোগী মো. আনিছুর রহমান (৩২)কে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সালাম বিশ্বাস আদালতে উপস্থিত থাকলেও আনিছুর রহমান আদালতে হাজির না থাকায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহার অনুসারে, আকলিমার প্রথম বিয়ে ২০১১ সালে হয়, যার থেকে তাদের ১২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়, এবং সেই পরবর্তীকালে আকলিমা গোপনে রাজবাড়ী জেলার সালাম বিশ্বাসকে বিয়ে করেন। এরপর ফরিদপুর শহরের আলিপুর মহল্লায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন, কিন্তু তাদের মধ্যে কোনও সন্তান ছিল না।

২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর রাতে, সালাম বিশ্বাস তার সহযোগীকে নিয়ে আকলিমাকে হত্যা করেন। সালাম বিশ্বাস আদালতে তার এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এই হত্যার তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, পেনাল কোডের ৩০২ ধারায় এই রায় দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পারিবারিক এবং দাম্পত্য কলহ একসময় বড় ক্ষতির কারণ হতে পারে, তাই সমাজে সৌহার্দ্য ও পারস্পারিক শ্রদ্ধাবোধের চর্চা বাড়ানো অত্যন্ত জরুরি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *