বাংলাদেশ রেলওয়ে গত বছরের ঈদযাত্রায় ৮-১০ জোড়া বিশেষ ট্রেন চালালেও এবার তা কমিয়ে ৫ জোড়া করা হয়েছে। রোববার (৯ মার্চ) বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

এবার চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ও জয়দেবপুর-পার্বতীপুর রুটে ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে।

এছাড়া, অতিরিক্ত চাহিদা মেটাতে ৪৪টি যাত্রীবাহী কোচ ও ১৯টি লোকোমোটিভ ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদে ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে এবং ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *