০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সংস্কার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনে জমা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫টি বিষয়ের ওপর তাদের সংস্কার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে। জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল আজ ২০ মার্চ সকালে জাতীয় ঐকমত্য কমিশনের কো-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে এই প্রস্তাবনা পেশ করে।

এসময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।জামায়াতে ইসলামী যেসব বিষয় নিয়ে প্রস্তাবনা দিয়েছে, তা হলো:

০১ সংবিধান , ০২ নির্বাচন, ০৩ বিচার বিভাগ , ০৪ জনপ্রশাসন ,০৫ দুর্নীতি দমন কমিশন ।

 

ব্রিফিংকালে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে আসছে। তিনি জানান, দলটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়সূচির সাথে দ্বিমত পোষণ না করলেও, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে তারা নিজের মতামত পেশ করেছেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে এবং দ্রুত একটি অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

কমিশনের প্রস্তাবের কিছু কিছু বিষয়ে জামায়াতে ইসলামী একমত হতে না পারলেও, বেশ কিছু বিষয়ে তারা একমত হয়েছে এবং তাদের ব্যাখ্যাসহ মতামত তুলে ধরেছে।

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

জনপ্রিয় সংবাদ

: পদ্মা সেতুতে ঈদ যাত্রায় যানজট, মাওয়া প্রান্তে ১ কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সংস্কার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনে জমা।

প্রকাশিত হয়েছে: ০৪:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫টি বিষয়ের ওপর তাদের সংস্কার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে। জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল আজ ২০ মার্চ সকালে জাতীয় ঐকমত্য কমিশনের কো-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে এই প্রস্তাবনা পেশ করে।

এসময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।জামায়াতে ইসলামী যেসব বিষয় নিয়ে প্রস্তাবনা দিয়েছে, তা হলো:

০১ সংবিধান , ০২ নির্বাচন, ০৩ বিচার বিভাগ , ০৪ জনপ্রশাসন ,০৫ দুর্নীতি দমন কমিশন ।

 

ব্রিফিংকালে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে আসছে। তিনি জানান, দলটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়সূচির সাথে দ্বিমত পোষণ না করলেও, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে তারা নিজের মতামত পেশ করেছেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে এবং দ্রুত একটি অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

কমিশনের প্রস্তাবের কিছু কিছু বিষয়ে জামায়াতে ইসলামী একমত হতে না পারলেও, বেশ কিছু বিষয়ে তারা একমত হয়েছে এবং তাদের ব্যাখ্যাসহ মতামত তুলে ধরেছে।