
লড়াই করেই তিস্তার পানির হিস্যা আনতে চাই । আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, তবে তা হতে হবে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে । তিস্তা নদীর পাড়ে টানা ৪৮ ঘণ্টার আন্দোলন কর্মসূচির প্রথম দিনে তিনি লালমনিরহাটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব কথা বলেন। ভারতকে আগেও বলেছি, এখনো পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন। সীমান্ত হত্যা বন্ধ করেন। আমরা আমাদের হিস্যা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটি বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে,
তিস্তার দুই পাড়ের কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বলেন, ১৫ বছরে বাংলাদেশকে বিক্রি করে দেয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ কিন্তু দেশের জন্য কিছুই আনতে পারেনি। শুধু তিস্তা নয়; ৫৪টি নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসে। সবগুলো নদীর উজানে তারা (ভারত) বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে পানি তুলে নিয়ে যায়, আর আমাদের দেশের মানুষ ফসল ফলাতে পারে না। এখানের মানুষ জীবন-জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। ভারত আমাদের পানি দেয় না কিন্তু আমাদের শত্রুকে দিল্লিতে সম্মানের সঙ্গে রেখেছে।

জাগো বাহে জাগো তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে তিস্তা নদীর দুই তীরের মানুষ। দাবি আদায় করতে টানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করছেন। দলে দলে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে হাজার হাজার শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ সকলেই।
তিস্তা নদীর দুই পাড়ের ৫টি জেলার লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ১১টি পয়েন্টে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে। তিস্তাপাড়ের মানুষ তাদের সমাবেশের বিভিন্ন পয়েন্টে পৃথকভাবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।