
ঢাকা, ১০ এপ্রিল: পাকিস্তানের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এনগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল সামাদ দাউদ আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, বিশেষ করে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে এনগ্রোর আগ্রহের কথা তুলে ধরেন দাউদ।
তিনি বলেন, “বাংলাদেশের টেলিযোগাযোগ খাত অত্যন্ত সম্ভাবনাময়। বিশেষ করে ভোলার গ্যাস সরবরাহ ব্যবস্থার মাধ্যমে শিল্পখাতের উন্নয়নে অংশ নিতে চাই।”
অধ্যাপক ইউনূস এই আগ্রহকে স্বাগত জানিয়ে দীর্ঘমেয়াদি, টেকসই অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা এমন প্রকল্পে আগ্রহী, যা মানুষের জীবনে বাস্তব ইতিবাচক পরিবর্তন আনে।”
দাউদ চলমান বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন সম্পর্কে প্রশংসা করে বলেন, “সম্মেলনে এক মানবিক ছোঁয়া রয়েছে— এটি আন্তরিক, স্বাগতপূর্ণ এবং লক্ষ্যনির্ভর।”
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া।