
আন্তর্জাতিক ডেস্ক | ১৭ এপ্রিল ২০২৫
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আবারও ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৮৯ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫১ হাজার ২৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৩২ জন।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন দফার হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৫০ জনেরও বেশি। এ হামলা কার্যত চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
জাতিসংঘ জানায়, চলমান আগ্রাসনে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত এবং প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
এরইমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) যুদ্ধাপরাধের অভিযোগে মামলা চলমান রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার অভিযোগে বিচার প্রক্রিয়াও চলছে।