১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধের মাঝে শান্তির ডাক? ইউক্রেনে হামলা বন্ধ রাখছে রাশিয়া

ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে এই যুদ্ধবিরতি সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ইউক্রেনে রুশ বাহিনী সব ধরনের হামলা বন্ধ রাখবে।

ক্রেমলিন আরও জানিয়েছে, রাশিয়ার প্রত্যাশা— ইউক্রেনও এই মানবিক যুদ্ধবিরতিতে সম্মতি জানাবে এবং ইস্টার উপলক্ষে হামলা থেকে বিরত থাকবে।

এক বিবৃতিতে পুতিন বলেন,

“মানবিক দিক থেকে দেখেই আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার-সোমবার পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে। আমি নির্দেশ দিয়েছি এই সময়টায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে।”

তবে তিনি সতর্ক করে দিয়েছেন— যদি ইউক্রেন কোনো উসকানি দেয় বা যুদ্ধবিরতি ভঙ্গ করে, রুশ সেনারা জবাব দিতে প্রস্তুত থাকবে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুতিন নিশ্চিত করেছেন যে তিনি তার বাহিনীকে এই সময়কালে সব ধরনের সামরিক আক্রমণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দিয়েছিলেন পুতিন। সেই থেকে শুরু হওয়া যুদ্ধ তিন বছরের বেশি সময় ধরে চলছে। রুশ বাহিনী ইতোমধ্যে লুহানেস্ক ও দোনেৎস্ক অঞ্চলের বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

ট্যাগ

যুদ্ধের মাঝে শান্তির ডাক? ইউক্রেনে হামলা বন্ধ রাখছে রাশিয়া

প্রকাশিত হয়েছে: ০৯:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে এই যুদ্ধবিরতি সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ইউক্রেনে রুশ বাহিনী সব ধরনের হামলা বন্ধ রাখবে।

ক্রেমলিন আরও জানিয়েছে, রাশিয়ার প্রত্যাশা— ইউক্রেনও এই মানবিক যুদ্ধবিরতিতে সম্মতি জানাবে এবং ইস্টার উপলক্ষে হামলা থেকে বিরত থাকবে।

এক বিবৃতিতে পুতিন বলেন,

“মানবিক দিক থেকে দেখেই আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার-সোমবার পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে। আমি নির্দেশ দিয়েছি এই সময়টায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে।”

তবে তিনি সতর্ক করে দিয়েছেন— যদি ইউক্রেন কোনো উসকানি দেয় বা যুদ্ধবিরতি ভঙ্গ করে, রুশ সেনারা জবাব দিতে প্রস্তুত থাকবে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুতিন নিশ্চিত করেছেন যে তিনি তার বাহিনীকে এই সময়কালে সব ধরনের সামরিক আক্রমণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দিয়েছিলেন পুতিন। সেই থেকে শুরু হওয়া যুদ্ধ তিন বছরের বেশি সময় ধরে চলছে। রুশ বাহিনী ইতোমধ্যে লুহানেস্ক ও দোনেৎস্ক অঞ্চলের বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।