০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালবৈশাখীতে রংপুরে অটোচালকের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

রংপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছচাপায় মোফাজ্জল হোসেন (৬০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে হারাগাছ এলাকায় ঝড়ে গাছ ভেঙে পড়লে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝড়ে হারাগাছ পৌর এলাকার এক খামারির একটি গরু মারা গেছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসলের মাঠ। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, তারাগঞ্জ, পীরগাছা ও সদর উপজেলায় ঘরবাড়ি, ধান, পাট, আম, লিচুর ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে পড়ায় অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রংপুর নগরীতেও লিচু গাছ, জাম গাছসহ বড় বড় গাছ উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে দোকানপাট ও টিনের চালা। বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠে কাজ করছেন কর্মকর্তারা। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ে ২০ মিলিমিটার বৃষ্টিপাত ও ঘণ্টায় ৮ নটিক্যাল মাইল গতিবেগে বাতাস বয়ে যায়।

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যৌথভাবে আঞ্চলিক শান্তি রক্ষায় প্রতিশ্রুতি দিল পাকিস্তান

কালবৈশাখীতে রংপুরে অটোচালকের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে: ০৭:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

রংপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছচাপায় মোফাজ্জল হোসেন (৬০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে হারাগাছ এলাকায় ঝড়ে গাছ ভেঙে পড়লে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝড়ে হারাগাছ পৌর এলাকার এক খামারির একটি গরু মারা গেছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসলের মাঠ। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, তারাগঞ্জ, পীরগাছা ও সদর উপজেলায় ঘরবাড়ি, ধান, পাট, আম, লিচুর ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে পড়ায় অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রংপুর নগরীতেও লিচু গাছ, জাম গাছসহ বড় বড় গাছ উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে দোকানপাট ও টিনের চালা। বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠে কাজ করছেন কর্মকর্তারা। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ে ২০ মিলিমিটার বৃষ্টিপাত ও ঘণ্টায় ৮ নটিক্যাল মাইল গতিবেগে বাতাস বয়ে যায়।