
কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির খবরে জানানো হয়েছে, ইসহাক দার চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বর্তমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে অবহিত করেছেন। আলোচনা চলাকালে দুই নেতা একতরফা আধিপত্যবাদের বিরুদ্ধে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
চীন ছাড়াও সৌদি আরব, ইরান এবং মিসরকেও চলমান উত্তেজনা সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।
গত মঙ্গলবার কাশ্মিরের পেহেলগামে হামলায় ২৫ ভারতীয় এবং এক নেপালি নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দোষারোপ করে। এর জেরে ভারত সিন্ধু নদী পানি চুক্তি স্থগিত করে এবং দুই দেশের প্রধান স্থলসীমান্ত বন্ধ করে দেয়। দিল্লি পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কারসহ, ইসলামাবাদ থেকে সামরিক উপদেষ্টাকে প্রত্যাহার এবং হাইকমিশনে কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্তও নিয়েছে।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জরুরি বৈঠক ডেকে ভারতের বিরুদ্ধে একই ধরনের পাল্টা কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।