
চার দিনব্যাপী ৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ মে (বুধবার) শুরু হওয়া এ টুর্নামেন্ট ১৭ মে (শনিবার) পর্যন্ত রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এবারের আয়োজনে ৮৫৮ জন গলফার অংশগ্রহণ করেন, যা দেশের গলফ প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম বৃহৎ অংশগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী গলফারদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট, আর্মি গলফ ক্লাব, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টটির লক্ষ্য ছিল ক্রীড়া উন্নয়নের পাশাপাশি সৌহার্দ্য ও পেশাদারিত্বের বিকাশ। আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে পারায় তাঁরা কৃতজ্ঞ।
ওয়েস্টার্ন গ্রুপ এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করে আসছে ধারাবাহিকভাবে, যা দেশের গলফ খেলার মানোন্নয়নে বড় ভূমিকা রাখছে।