১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজা সম্পূর্ণ দখলের হুমকি দিল ইসরায়েল

পুরো গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর, ত্রাণে বাধা দিয়ে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল

গাজা উপত্যকার পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানায়, এই ঘোষণার মধ্য দিয়ে গাজায় আরও বিস্তৃত ও রক্তক্ষয়ী অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

দুই মাস পর গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। সোমবার মাত্র ৯টি ট্রাক গাজায় প্রবেশ করে, যাতে শিশু খাদ্য ও জরুরি সামগ্রী ছিল। জাতিসংঘ জানিয়েছে, এই ত্রাণ প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন।

WHO প্রধান বলেন, “সীমান্তে খাবার থেমে আছে, আর কয়েক মিনিট দূরেই মানুষ ক্ষুধায় কাতর। এটি মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে আটকে রাখার ফল।”

ইসরায়েলের এই আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা। এক যৌথ বিবৃতিতে তিন দেশের নেতারা বলেন, “নেতানিয়াহুর সরকার এভাবে চলতে থাকলে আমরা নীরব থাকব না।”

জাতিসংঘের মানবাধিকার সংস্থা (OCHCR) ইসরায়েলের কার্যক্রমকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও জাতিগত নির্মূলের মতো অপরাধের কাছাকাছি বলে উল্লেখ করেছে।

নেতানিয়াহু বলেছেন, “বাস্তব ও কূটনৈতিক কারণেই” ইসরায়েল সীমিত ত্রাণ ঢুকতে দিয়েছে। কারণ দুর্ভিক্ষের ছবি ইসরায়েলের অভিযানকে আন্তর্জাতিকভাবে অবৈধ ও অমানবিক হিসেবে উপস্থাপন করতে পারে।

গাজায় ভয়াবহ মানবিক সংকটের মুখে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে। ২২টি ইউরোপীয় দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “গাজার মানুষ অনাহারে ভুগছে—তাদের অবিলম্বে সহায়তা দিতে হবে।”

 

 

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গাজা সম্পূর্ণ দখলের হুমকি দিল ইসরায়েল

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

পুরো গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর, ত্রাণে বাধা দিয়ে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল

গাজা উপত্যকার পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানায়, এই ঘোষণার মধ্য দিয়ে গাজায় আরও বিস্তৃত ও রক্তক্ষয়ী অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

দুই মাস পর গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। সোমবার মাত্র ৯টি ট্রাক গাজায় প্রবেশ করে, যাতে শিশু খাদ্য ও জরুরি সামগ্রী ছিল। জাতিসংঘ জানিয়েছে, এই ত্রাণ প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন।

WHO প্রধান বলেন, “সীমান্তে খাবার থেমে আছে, আর কয়েক মিনিট দূরেই মানুষ ক্ষুধায় কাতর। এটি মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে আটকে রাখার ফল।”

ইসরায়েলের এই আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা। এক যৌথ বিবৃতিতে তিন দেশের নেতারা বলেন, “নেতানিয়াহুর সরকার এভাবে চলতে থাকলে আমরা নীরব থাকব না।”

জাতিসংঘের মানবাধিকার সংস্থা (OCHCR) ইসরায়েলের কার্যক্রমকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও জাতিগত নির্মূলের মতো অপরাধের কাছাকাছি বলে উল্লেখ করেছে।

নেতানিয়াহু বলেছেন, “বাস্তব ও কূটনৈতিক কারণেই” ইসরায়েল সীমিত ত্রাণ ঢুকতে দিয়েছে। কারণ দুর্ভিক্ষের ছবি ইসরায়েলের অভিযানকে আন্তর্জাতিকভাবে অবৈধ ও অমানবিক হিসেবে উপস্থাপন করতে পারে।

গাজায় ভয়াবহ মানবিক সংকটের মুখে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে। ২২টি ইউরোপীয় দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “গাজার মানুষ অনাহারে ভুগছে—তাদের অবিলম্বে সহায়তা দিতে হবে।”