০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে দুই হত্যা মামলা, হাইকোর্টে শুনানি

রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া এই দুটি হত্যাকাণ্ডের মামলায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রেক্ষিতে তিনি জামিন চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে দুই হত্যা মামলা, হাইকোর্টে শুনানি

প্রকাশিত হয়েছে: ১১:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া এই দুটি হত্যাকাণ্ডের মামলায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রেক্ষিতে তিনি জামিন চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ।