১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে উৎপাদিত আইফোনে উচ্চ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ভারতে তৈরি আইফোন যুক্তরাষ্ট্রে বিক্রি হলে অ্যাপলকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, “যদি আইফোন আমেরিকায় বিক্রি করতে হয়, তবে তা আমেরিকাতেই তৈরি করতে হবে। অন্য কোনো দেশে তৈরি হলে, বিশেষ করে ভারতে, তাহলে শুল্ক দিতে হবে।”
তিনি আরও জানান, অ্যাপল কর্ণধার টিম কুক-কে আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

গত কয়েক বছর ধরে উৎপাদন খরচ কমাতে ভারতমুখী হয়েছে অ্যাপল। বর্তমানে ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স, ও পেগাট্রন–এই তিনটি কোম্পানির মাধ্যমে ভারতে আইফোন উৎপাদন করা হচ্ছে।
সিএনবিসি-র তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাপলের প্রায় ২০ শতাংশ আইফোন ভারতে তৈরি হচ্ছে, যার একটি উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই চীন ও ভারতের মতো দেশে উৎপাদন কমিয়ে ‘মেড ইন ইউএসএ’ পণ্যের ওপর জোর দিয়ে আসছে। তার সাম্প্রতিক মন্তব্যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, নির্বাচনী বছরে দেশে কর্মসংস্থান বাড়াতে যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে ভারতে অ্যাপলের বিনিয়োগে চাপ আসতে পারে। কারণ ভারতে উৎপাদিত পণ্যে উচ্চ শুল্ক আরোপের ফলে রপ্তানি ও সরবরাহচেইন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
তবে এখনো অ্যাপল বা টিম কুকের পক্ষ থেকে ট্রাম্পের মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

 


ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে উৎপাদিত আইফোনে উচ্চ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

প্রকাশিত হয়েছে: ০৮:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ভারতে তৈরি আইফোন যুক্তরাষ্ট্রে বিক্রি হলে অ্যাপলকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, “যদি আইফোন আমেরিকায় বিক্রি করতে হয়, তবে তা আমেরিকাতেই তৈরি করতে হবে। অন্য কোনো দেশে তৈরি হলে, বিশেষ করে ভারতে, তাহলে শুল্ক দিতে হবে।”
তিনি আরও জানান, অ্যাপল কর্ণধার টিম কুক-কে আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

গত কয়েক বছর ধরে উৎপাদন খরচ কমাতে ভারতমুখী হয়েছে অ্যাপল। বর্তমানে ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স, ও পেগাট্রন–এই তিনটি কোম্পানির মাধ্যমে ভারতে আইফোন উৎপাদন করা হচ্ছে।
সিএনবিসি-র তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাপলের প্রায় ২০ শতাংশ আইফোন ভারতে তৈরি হচ্ছে, যার একটি উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই চীন ও ভারতের মতো দেশে উৎপাদন কমিয়ে ‘মেড ইন ইউএসএ’ পণ্যের ওপর জোর দিয়ে আসছে। তার সাম্প্রতিক মন্তব্যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, নির্বাচনী বছরে দেশে কর্মসংস্থান বাড়াতে যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে ভারতে অ্যাপলের বিনিয়োগে চাপ আসতে পারে। কারণ ভারতে উৎপাদিত পণ্যে উচ্চ শুল্ক আরোপের ফলে রপ্তানি ও সরবরাহচেইন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
তবে এখনো অ্যাপল বা টিম কুকের পক্ষ থেকে ট্রাম্পের মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।