০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূস: আমি যতদিন আছি, দেশের কোনো ক্ষতি হবে না

“আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন”—এমন আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ মে) রাতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “আমরা বড় যুদ্ধাবস্থায় ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা প্রচেষ্টা চলছে। এই ষড়যন্ত্র থেকে আমাদের রক্ষা পেতে হবে, বিভাজন থেকে উদ্ধার পেতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু এগিয়েছি, সেটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “সবাইকে একসঙ্গে বসাতে সাহস পেয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারি, তাহলে নিজেকে অপরাধী মনে করব।”

অবস্থা পরিবর্তনের সুযোগের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, “অভ্যুত্থানের কারণে আমরা মহাসুযোগ পেয়েছি একটি ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুনভাবে গড়ে তোলার। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের ভেতরে ও বাইরে আরেকটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে—যার উদ্দেশ্য হলো দেশকে অচল করা, অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশকে আবার পরনির্ভরশীলতার দিকে ঠেলে দেওয়া।”

সবশেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমি যতদিন আছি, দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না। এটা আমি নিশ্চিত করে বলতে পারি।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ড. ইউনূস: আমি যতদিন আছি, দেশের কোনো ক্ষতি হবে না

প্রকাশিত হয়েছে: ১০:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

“আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন”—এমন আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ মে) রাতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “আমরা বড় যুদ্ধাবস্থায় ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা প্রচেষ্টা চলছে। এই ষড়যন্ত্র থেকে আমাদের রক্ষা পেতে হবে, বিভাজন থেকে উদ্ধার পেতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু এগিয়েছি, সেটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “সবাইকে একসঙ্গে বসাতে সাহস পেয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারি, তাহলে নিজেকে অপরাধী মনে করব।”

অবস্থা পরিবর্তনের সুযোগের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, “অভ্যুত্থানের কারণে আমরা মহাসুযোগ পেয়েছি একটি ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুনভাবে গড়ে তোলার। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের ভেতরে ও বাইরে আরেকটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে—যার উদ্দেশ্য হলো দেশকে অচল করা, অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশকে আবার পরনির্ভরশীলতার দিকে ঠেলে দেওয়া।”

সবশেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমি যতদিন আছি, দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না। এটা আমি নিশ্চিত করে বলতে পারি।”