
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের গেজেট বহাল রয়েছে এবং নির্বাচন কমিশনের দায়িত্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন শুরু হয় এবং গেজেট প্রকাশের মাধ্যমে তা শেষ হয়। তাই ইশরাকের বিষয়টি কমিশনের দিক থেকে চূড়ান্ত ধাপে পৌঁছেছে।
বুধবার (৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সানাউল্লাহ বলেন, “হাইকোর্ট এবং আপিল বিভাগের রায়ের আলোকে কমিশন সভায় বিষয়টি বিশদভাবে আলোচনা হয়েছে। আপিল বিভাগ কমিশনের স্বাধীনতা ও নির্বাচন–সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ কর্তৃত্ব নিশ্চিত করেছে। রায়ে পাঁচটি ডিএলআর রেফারেন্স দেওয়া হয়েছে, যার মধ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বনাম নির্বাচন কমিশন এবং মাহমুদুল হক বনাম এনায়েত উল্লাহ মামলার উল্লেখ রয়েছে।”
তিনি আরও বলেন, “গেজেট যেহেতু বহাল রয়েছে, সেহেতু নির্বাচন কমিশনের কাজ শেষ। এখন শপথগ্রহণের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন, কারণ স্থানীয় সরকার আইন অনুযায়ী তারাই এ প্রক্রিয়া বাস্তবায়ন করবে।”
শপথ গ্রহণে কোনো আইনি জটিলতা না থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসি অনুরোধ জানিয়েছে বলে জানান তিনি। এ নিয়ে আপিল বিভাগ বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন করে চিঠি দেওয়ার প্রয়োজনও কমিশন অনুভব করছে না।
ইশরাক হোসেনের মেয়র নির্বাচিত হওয়ার পরও শপথ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে কিছু আইনি ব্যাখ্যা ও আপিল বিভাগের পর্যবেক্ষণের কারণে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, এখন আর গেজেট প্রশ্নের বিষয় নয়—সিদ্ধান্তের পালা স্থানীয় সরকার বিভাগের।