
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ইরান একসাথে কয়েক ডজন মিসাইল ছোঁড়ে, যেগুলো কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আশঙ্কা রয়েছে।
এর আগে একই রাতে ইসরায়েল ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা চালাচ্ছিল। সেই হামলার জবাব হিসেবেই এই নতুন মিসাইল হামলা বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মিসাইলগুলো ভূপাতিত করার জন্য সক্রিয় প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ইসরায়েলজুড়ে সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।