
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রশাসনিক কাঠামোয় এসেছে বড় ধরনের পরিবর্তন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অনুমোদনে নতুন করে গঠন করা হয়েছে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট। এবারে একাডেমিক কাউন্সিলে ১২ জন এবং সিন্ডিকেটে ৮ জনসহ মোট ২০ জনকে নতুন সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (২১ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে ১৯ জুন স্বাক্ষর করেন চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিএমইউ আইন, ১৯৯৮-এর আওতায় রাষ্ট্রপতি মনোনীত এসব সদস্যের মেয়াদ হবে দুই বছর। তবে পরবর্তী সদস্য দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তারা নিজ নিজ পদে বহাল থাকবেন।
একাডেমিক কাউন্সিল: শিক্ষা ও অভিজ্ঞতায় ভারসাম্য
চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশাসনে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন একাডেমিক কাউন্সিল। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন মোট ১২ জন।
-
খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী হিসেবে:
-
অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী (বক্ষব্যাধি বিশেষজ্ঞ)
-
অধ্যাপক ডা. এম মুজাহারুল হক (ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সিনিয়র অ্যাডভাইজার)
-
-
অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ ক্যাটাগরি:
-
ডা. মো. কামরুল আলম (ঢাকা মেডিকেল কলেজ)
-
ডা. সাকি মো. জাকিউল আলম (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ)
-
ডা. মো. নাজমুল আলম খান (ময়মনসিংহ মেডিকেল কলেজ)
-
ডা. মোহাম্মদ জসিম উদ্দিন (চট্টগ্রাম মেডিকেল কলেজ)
-
ডা. মো. মোস্তাফিজুর রহমান (মুগদা মেডিকেল কলেজ)
-
-
পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউটের পরিচালক ক্যাটাগরি:
-
ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী (জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট)
-
ডা. মো. দেলোয়ার হোসেন (জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট)
-
ডা. মো. আবুল কেনান (নিটোর)
-
ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ (ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস)
-
সিন্ডিকেট: শিক্ষা ও গবেষণায় গুরুত্ব
চারটি ক্যাটাগরিতে ৮ জনকে নতুনভাবে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
-
শিক্ষক প্রতিনিধি:
-
ডা. মওদুদুল হক (নিউরোসার্জারি বিভাগ)
-
ডা. হুরজাহান বানু (এন্ডোক্রাইনোলজি বিভাগ)
-
ডা. মোহাম্মদ আল-মামুন (কার্ডিওলজি বিভাগ)
-
-
গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখা সদস্য:
-
অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ (সাবেক চেয়ারম্যান, হেপাটোলজি)
-
অধ্যাপক ডা. মো. লিয়াকত আলী (পথিকৃত ইনস্টিটিউট অব হেলথ স্টাডিজ)
-
-
একাডেমিক কাউন্সিল প্রতিনিধি:
-
অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী
-
-
অধ্যক্ষ ক্যাটাগরি:
-
অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)
-
অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম (রাজশাহী মেডিকেল কলেজ)
-
স্থায়ী ও মনোনীত সদস্যদের কাঠামো
বিএমইউ আইনে নির্ধারিত সিন্ডিকেট সদস্যরা হচ্ছেন: উপাচার্য, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, বিএমএ, বিএমডিসি ও বিএফইউজের সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিসের মহাপরিচালক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য।
এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার কমপক্ষে একজন নারীসহ তিনজন সংসদ সদস্যকে মনোনয়ন দেবেন। থাকবেন নার্সিং অনুষদের ডিনসহ পালাক্রমে চারটি অনুষদের ডিন এবং তিনটি মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সদস্যরা।
প্রশাসনিক অগ্রগতি ও স্বচ্ছতার প্রত্যাশা
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এই পুনর্গঠনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করেন, নতুন সদস্যদের অভিজ্ঞতা ও দক্ষতায় চিকিৎসা শিক্ষায় নীতিনির্ধারণ এবং প্রশাসনিক কার্যক্রমে আসবে গতিশীলতা ও স্বচ্ছতা।