
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আচরণে নিজের প্রতি ‘বিশ্বাসঘাতকতা’ হয়েছে বলেও মন্তব্য করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মঙ্গলবার (২৪ জুন) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউরোপ সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ও ইসরায়েল উভয়ই চুক্তি লঙ্ঘন করেছে। এটা আমাকে অত্যন্ত হতাশ করেছে।” তবে আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল ল্যাভেলের ভাষ্য অনুযায়ী, “যদিও তিনি ইরান ও ইসরায়েল—উভয়ের ওপরই ক্ষুব্ধ ছিলেন, তবে সবচেয়ে বেশি ক্ষোভ ছিল ইসরায়েলের প্রতি।”
ফিল ল্যাভেল আরও জানান, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, নেতানিয়াহুর আচরণে তিনি অত্যন্ত বিরক্ত এবং সম্ভবত ‘বিশ্বাসঘাতকতা’ অনুভব করছেন। তিনি বলেন, “ইসরায়েল এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।”
এর আগে, যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত করতে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। পরে চুক্তিতে ইরানকে রাজি করাতে কাতারের মধ্যস্থতা চাওয়া হয়। তবে এরপরও ইসরায়েল হামলা চালানোয় ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইসরায়েল, বোমা ফেলা একদম বন্ধ করুন। যদি আপনারা এখনই থামেন না, তাহলে এটি যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এখনই, এই মুহূর্তে আপনাদের পাইলটদের ফিরিয়ে আনুন।”
উল্লেখ্য, গত শনিবার মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর সোমবার রাতে ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই উত্তপ্ত অবস্থার মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল আবারও হামলা চালায়—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।