
হেরা ফেরি থ্রি’ নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ বিরাজ করছিল। বিশেষ করে অভিনেতা পরেশ রাওয়ালের ছবিটি থেকে সরে দাঁড়ানো এবং পরে হঠাৎ করে ফিরে আসার ঘটনায় সৃষ্টি হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এমনকি পুরো বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, যা দর্শকদের বিস্মিত করে।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ‘হেরা ফেরি ৩’-এ ফিরলেন পরেশ রাওয়াল। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এবার তার ফিরে আসার নেপথ্যের ঘটনা প্রকাশ্যে আনলেন পরিচালক প্রিয়দর্শন।
ভারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন, “পরেশ রাওয়াল নিজেই আমাকে ফোন করেছিলেন এবং দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ‘স্যার, আমি ছবিটি করছি। আপনার প্রতি সবসময় শ্রদ্ধা ছিল। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ছবিটি ছাড়তে হয়েছিল। আমি আন্তরিকভাবে দুঃখিত।’”
তিনি জানান, শুধু পরেশ নন, অক্ষয় কুমারও তাকে ফোন করে সবকিছু স্বাভাবিক হয়েছে বলে আশ্বস্ত করেন।
পরিচালক প্রিয়দর্শনের মতে, ‘হেরা ফেরি’ সিরিজের সফলতার পেছনে রয়েছে রাজু (অক্ষয় কুমার), শ্যাম (সুনীল শেঠি) এবং বাবুরাও (পরেশ রাওয়াল)- এই ত্রয়ীর অনবদ্য রসায়ন। তিনি বলেন, “আমি যতই চেষ্টা করি না কেন, ‘হেরা ফেরি’র চেয়ে ভালো কিছু তৈরি করা কঠিন। দ্বিতীয় কিস্তি প্রথমটির মতো না হলেও এই তিনজন ছাড়া ছবিটি কল্পনাও করা যায় না।”
একটি মজার ঘটনার কথা স্মরণ করে প্রিয়দর্শন জানান, “একবার বিমানে এক হীরা ব্যবসায়ী আমাকে অনুরোধ করেছিলেন— ‘দয়া করে বাবুরাও চরিত্রটিকে ফিরিয়ে আনুন, না হলে আমরা সিনেমা দেখব না।’ তখনই বুঝতে পারি, এই চরিত্রগুলো দর্শকদের হৃদয়ে কতটা গভীরভাবে স্থান করে নিয়েছে।”
২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি’ এবং ২০০৬ সালের ‘ফির হেরা ফেরি’ ভারতীয় কমেডি সিনেমার ইতিহাসে নতুন মাত্রা যোগ করে। অক্ষয়, সুনীল ও পরেশ রাওয়ালের ত্রয়ী চরিত্র সিনেমাপ্রেমীদের মনে স্থায়ী ছাপ ফেলে। সেই জনপ্রিয়তা ও প্রত্যাশার ভার নিয়েই এবার নির্মিত হচ্ছে তৃতীয় কিস্তি।