০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা-সংস্কৃতি আলাদা, তবু প্রেম জিতলো: নওগাঁয় বিদেশি পুত্রবধূ

তাদের জন্মভূমি আলাদা, ভাষা ও সংস্কৃতিতেও রয়েছে বিস্তর ফারাক। কিন্তু ভালোবাসার টানে সব ভিন্নতা ছাপিয়ে এক হলেন মালয়েশিয়ান তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম (২৪) ও নওগাঁর যুবক জামিল হোসেন (২৪)। তিন বছরের প্রেমের সম্পর্কের পর বাংলাদেশে এসে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জামিল হোসেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ি গ্রামের বাসিন্দা এবং একজন মালয়েশিয়া প্রবাসী। তিন বছর আগে মালয়েশিয়ার একটি শপিংমলে কেনাকাটার সময় তার সঙ্গে পরিচয় হয় নাজিয়ার। ধীরে ধীরে সেই পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

জামিল জানান, তিনি ২০১৭ সালের শেষদিকে মালয়েশিয়ায় যান এবং জহুরবারু মোয়ার থানা এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। শপিংমলে নিয়মিত যাওয়া-আসার সময় নাজিয়ার সঙ্গে পরিচয় হয় এবং তাদের সম্পর্ক গভীর হতে থাকে। পরে নাজিয়া তার পরিবারকে বিষয়টি জানান। প্রথমদিকে পরিবারের আপত্তি থাকলেও পরে তারা সম্পর্ক মেনে নেয় এবং মালয়েশিয়াতেই ধর্মীয় রীতিতে বিয়ে সম্পন্ন হয়।

চলতি বছরের ৩০ জুন তারা বাংলাদেশে আসেন। এরপর শুক্রবার (৪ জুলাই) দুপুরে নওগাঁর নিজ বাড়িতে ইসলামি শরিয়ত মোতাবেক ঘটা করে তাদের বিয়ে হয়। এর আগের রাতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান।

নাজিয়া বলেন, “আমি জামিলকে খুব ভালোবাসি। বাংলাদেশে এসে খুব আনন্দ লাগছে। জামিলের পরিবার আমাকে খুব ভালোবাসছে এবং মেয়ের মতো করে গ্রহণ করেছে।” তিনি আরও বলেন, স্থানীয়দের আন্তরিকতা দেখে মনে হচ্ছে, অনেক আগেই তাদের সঙ্গে পরিচয় ছিল।

জামিলের মা হালিমা খাতুন জানান, উভয় পরিবারের সম্মতিতেই এই বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “ছেলের বউ খুবই ভাল মেয়ে। সে সবাইকে সম্মান করে, বাড়ির কাজেও সহযোগিতা করছে। তাকে দেখতে প্রতিদিনই অনেক মানুষ বাড়িতে আসছে।”

এদিকে, এমন বিদেশি নববধূকে বাস্তবে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বলছেন, “আগে কেবল খবরে বা সোশ্যাল মিডিয়ায় বিদেশি মেয়েরা বাঙালি ছেলের প্রেমে পড়ে দেশে আসে—এমন ঘটনা দেখতাম। এবার তা চোখের সামনে দেখে সত্যিই অবাক হয়েছি।”


ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ভাষা-সংস্কৃতি আলাদা, তবু প্রেম জিতলো: নওগাঁয় বিদেশি পুত্রবধূ

প্রকাশিত হয়েছে: ১১:১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

তাদের জন্মভূমি আলাদা, ভাষা ও সংস্কৃতিতেও রয়েছে বিস্তর ফারাক। কিন্তু ভালোবাসার টানে সব ভিন্নতা ছাপিয়ে এক হলেন মালয়েশিয়ান তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম (২৪) ও নওগাঁর যুবক জামিল হোসেন (২৪)। তিন বছরের প্রেমের সম্পর্কের পর বাংলাদেশে এসে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জামিল হোসেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ি গ্রামের বাসিন্দা এবং একজন মালয়েশিয়া প্রবাসী। তিন বছর আগে মালয়েশিয়ার একটি শপিংমলে কেনাকাটার সময় তার সঙ্গে পরিচয় হয় নাজিয়ার। ধীরে ধীরে সেই পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

জামিল জানান, তিনি ২০১৭ সালের শেষদিকে মালয়েশিয়ায় যান এবং জহুরবারু মোয়ার থানা এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। শপিংমলে নিয়মিত যাওয়া-আসার সময় নাজিয়ার সঙ্গে পরিচয় হয় এবং তাদের সম্পর্ক গভীর হতে থাকে। পরে নাজিয়া তার পরিবারকে বিষয়টি জানান। প্রথমদিকে পরিবারের আপত্তি থাকলেও পরে তারা সম্পর্ক মেনে নেয় এবং মালয়েশিয়াতেই ধর্মীয় রীতিতে বিয়ে সম্পন্ন হয়।

চলতি বছরের ৩০ জুন তারা বাংলাদেশে আসেন। এরপর শুক্রবার (৪ জুলাই) দুপুরে নওগাঁর নিজ বাড়িতে ইসলামি শরিয়ত মোতাবেক ঘটা করে তাদের বিয়ে হয়। এর আগের রাতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান।

নাজিয়া বলেন, “আমি জামিলকে খুব ভালোবাসি। বাংলাদেশে এসে খুব আনন্দ লাগছে। জামিলের পরিবার আমাকে খুব ভালোবাসছে এবং মেয়ের মতো করে গ্রহণ করেছে।” তিনি আরও বলেন, স্থানীয়দের আন্তরিকতা দেখে মনে হচ্ছে, অনেক আগেই তাদের সঙ্গে পরিচয় ছিল।

জামিলের মা হালিমা খাতুন জানান, উভয় পরিবারের সম্মতিতেই এই বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “ছেলের বউ খুবই ভাল মেয়ে। সে সবাইকে সম্মান করে, বাড়ির কাজেও সহযোগিতা করছে। তাকে দেখতে প্রতিদিনই অনেক মানুষ বাড়িতে আসছে।”

এদিকে, এমন বিদেশি নববধূকে বাস্তবে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বলছেন, “আগে কেবল খবরে বা সোশ্যাল মিডিয়ায় বিদেশি মেয়েরা বাঙালি ছেলের প্রেমে পড়ে দেশে আসে—এমন ঘটনা দেখতাম। এবার তা চোখের সামনে দেখে সত্যিই অবাক হয়েছি।”