১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

“তৃতীয় টার্মিনাল অত্যাধুনিক ও যুগোপযোগী” পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য প্রয়োজনীয় জনবল নিরূপণ ও যাত্রীসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমানবন্দর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। শনিবার (১৯ জুলাই) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, “তৃতীয় টার্মিনালের জন্য কী ধরনের জনবল প্রয়োজন, সেটি নিরূপণের পাশাপাশি আজকে আমরা দেখতে এসেছি, যাত্রীরা কী ধরনের সমস্যায় পড়েন, বিশেষ করে ইমিগ্রেশনে কোনো ভোগান্তি হয় কিনা।”

তিনি বলেন, “তৃতীয় টার্মিনাল অত্যন্ত সুন্দর, আধুনিক ও যুগোপযোগী হয়েছে। এর কাজের অগ্রগতি এখন ৯৯.১৮ শতাংশে পৌঁছেছে। উদ্বোধনের তারিখ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেটা সংশ্লিষ্টরা ঠিক করবেন।”

তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। তিনি বলেন, “নতুন টার্মিনালের অপারেশনাল সক্ষমতা অনেক উন্নত। আগে বিদেশ থেকে আসা বা যাওয়া নিয়ে যেসব সমস্যা হতো, সেগুলোর পুনরাবৃত্তি হবে না বলেই আমরা মনে করছি।”

পরিদর্শনকালে তিনি শুধু তৃতীয় টার্মিনাল নয়, পুরোনো টার্মিনাল ১ ও ২-ও ঘুরে দেখেন। যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

“তৃতীয় টার্মিনাল অত্যাধুনিক ও যুগোপযোগী” পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: ০৮:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য প্রয়োজনীয় জনবল নিরূপণ ও যাত্রীসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমানবন্দর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। শনিবার (১৯ জুলাই) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, “তৃতীয় টার্মিনালের জন্য কী ধরনের জনবল প্রয়োজন, সেটি নিরূপণের পাশাপাশি আজকে আমরা দেখতে এসেছি, যাত্রীরা কী ধরনের সমস্যায় পড়েন, বিশেষ করে ইমিগ্রেশনে কোনো ভোগান্তি হয় কিনা।”

তিনি বলেন, “তৃতীয় টার্মিনাল অত্যন্ত সুন্দর, আধুনিক ও যুগোপযোগী হয়েছে। এর কাজের অগ্রগতি এখন ৯৯.১৮ শতাংশে পৌঁছেছে। উদ্বোধনের তারিখ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেটা সংশ্লিষ্টরা ঠিক করবেন।”

তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। তিনি বলেন, “নতুন টার্মিনালের অপারেশনাল সক্ষমতা অনেক উন্নত। আগে বিদেশ থেকে আসা বা যাওয়া নিয়ে যেসব সমস্যা হতো, সেগুলোর পুনরাবৃত্তি হবে না বলেই আমরা মনে করছি।”

পরিদর্শনকালে তিনি শুধু তৃতীয় টার্মিনাল নয়, পুরোনো টার্মিনাল ১ ও ২-ও ঘুরে দেখেন। যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।