০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বায়োমেট্রিক ডাটা আপডেট না হওয়ায় নাগরিক ভোগান্তি

স্মার্টকার্ড বিতরণ হলেও সার্ভারে নেই বায়োমেট্রিক ডাটা, ভোগান্তিতে ভোটাররা

বিভিন্ন উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করা হলেও সংশ্লিষ্ট অনেক ভোটারের বায়োমেট্রিক তথ্য এখনো নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে আপডেট হয়নি। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এসব ভোটার।

সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সভায় জানানো হয়, মাঠপর্যায়ে স্মার্টকার্ড বিতরণ চলমান থাকলেও অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট ভোটারদের বায়োমেট্রিক ডাটা সার্ভারে অন্তর্ভুক্ত হয়নি। ফলে এসব ভোটার বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে সমস্যায় পড়ছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে কমিশন বায়োমেট্রিক তথ্য দ্রুত আপডেটের নির্দেশনা দিয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে স্মার্টকার্ড পেয়েছেন ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন। তবে এখনও ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন এই সেবার বাইরে রয়েছেন।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বায়োমেট্রিক ডাটা আপডেট না হওয়ায় নাগরিক ভোগান্তি

প্রকাশিত হয়েছে: ০৮:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

স্মার্টকার্ড বিতরণ হলেও সার্ভারে নেই বায়োমেট্রিক ডাটা, ভোগান্তিতে ভোটাররা

বিভিন্ন উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করা হলেও সংশ্লিষ্ট অনেক ভোটারের বায়োমেট্রিক তথ্য এখনো নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে আপডেট হয়নি। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এসব ভোটার।

সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সভায় জানানো হয়, মাঠপর্যায়ে স্মার্টকার্ড বিতরণ চলমান থাকলেও অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট ভোটারদের বায়োমেট্রিক ডাটা সার্ভারে অন্তর্ভুক্ত হয়নি। ফলে এসব ভোটার বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে সমস্যায় পড়ছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে কমিশন বায়োমেট্রিক তথ্য দ্রুত আপডেটের নির্দেশনা দিয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে স্মার্টকার্ড পেয়েছেন ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন। তবে এখনও ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন এই সেবার বাইরে রয়েছেন।