
ভারতের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্যভাবে’ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও পুনরায় নির্বাচনী দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহেই নয়াদিল্লির রপ্তানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি। এবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ভারতকে উদ্দেশ্য করে আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প, যা দুই দেশের মধ্যকার বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনে তা মুক্তবাজারে বিক্রি করে বিপুল মুনাফা করছে। অথচ সেই অর্থ রাশিয়ার যুদ্ধযন্ত্র চালাতে সহায়তা করছে, যার ফলে ইউক্রেনের নিরীহ মানুষ মারা যাচ্ছে। ট্রাম্পের অভিযোগ, ভারত এই মানবিক সংকটকে বিবেচনায় নিচ্ছে না। এজন্যই তিনি ভারতীয় পণ্যের ওপর আরও শুল্ক আরোপ করবেন বলে হুঁশিয়ারি দেন। তবে কবে থেকে এই শুল্ক কার্যকর হবে, তা নির্দিষ্ট করেননি। মার্কিন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ভারত যুক্তরাষ্ট্রে প্রায় ৮৭.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এই বাণিজ্য ঘাটতি উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, আমেরিকার স্বার্থ রক্ষার জন্য এমন পদক্ষেপ নিতেই হচ্ছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, যদি ভারত রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম বা জ্বালানি কেনা অব্যাহত রাখে, তাহলে নিষেধাজ্ঞা বা জরিমানার মুখে পড়তে পারে। ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এই মন্তব্য অযৌক্তিক। তিনি বলেন, ভারত তার অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অন্য বড় অর্থনীতির দেশগুলোর মতোই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।