০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন অনুমোদন

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’ করার প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

আজকের বৈঠকে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। এরপর অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারি মাসে নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করেছে।

তবে নাম পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। তারা ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামের দাবিতে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, শিক্ষা কার্যক্রম বন্ধ ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চালায়।

দাবি আদায়ে অনশনে বসেন শিক্ষার্থীরা এবং গত ২১ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে তাদের আলোচনার পর নাম পরিবর্তনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবারের বৈঠক সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হয়ে দুপুরে শেষ হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। এটি অন্তর্বর্তী সরকারের আমলে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন অনুমোদন

প্রকাশিত হয়েছে: ০৯:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’ করার প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

আজকের বৈঠকে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। এরপর অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারি মাসে নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করেছে।

তবে নাম পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। তারা ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামের দাবিতে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, শিক্ষা কার্যক্রম বন্ধ ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চালায়।

দাবি আদায়ে অনশনে বসেন শিক্ষার্থীরা এবং গত ২১ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে তাদের আলোচনার পর নাম পরিবর্তনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবারের বৈঠক সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হয়ে দুপুরে শেষ হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। এটি অন্তর্বর্তী সরকারের আমলে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক।