১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্মরণকালের ৮.৭ মাত্রার ভূমিকম্পের ১০ দিন পর ফের কাঁপন

স্মরণকালের ভয়াবহ ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের দশদিন পর আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। শনিবার রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ৩০ জুলাই রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ১৯০০ সাল থেকে বৈজ্ঞানিকভাবে রেকর্ড রাখা ভূমিকম্পের তালিকায় ৩০ জুলাইয়ের ভূমিকম্পটি বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে।

ট্যাগ

স্মরণকালের ৮.৭ মাত্রার ভূমিকম্পের ১০ দিন পর ফের কাঁপন

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

স্মরণকালের ভয়াবহ ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের দশদিন পর আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। শনিবার রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ৩০ জুলাই রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ১৯০০ সাল থেকে বৈজ্ঞানিকভাবে রেকর্ড রাখা ভূমিকম্পের তালিকায় ৩০ জুলাইয়ের ভূমিকম্পটি বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে।