
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। রাজধানীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাক ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে। ঢাকা মহানগরীতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) এই কার্যক্রম চলবে।
চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাটে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ছাড়া) টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকগুলো পণ্য সরবরাহ করবে। প্রতিদিন প্রতিটি ট্রাক ৫০০ জনের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে।
একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কেনার সুযোগ পাবেন। ভোজ্যতেলের মূল্য নির্ধারিত হয়েছে ২৩০ টাকা (২ লিটার), চিনি ৮০ টাকা (১ কেজি) এবং মসুর ডাল ১৪০ টাকা (২ কেজি)।
টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।