
আন্তর্জাতিক যুব দিবসে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনরায় পেলে বিএনপি মিলেমিশে দেশ পরিচালনা করবে। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে উল্লেখ করে তিনি সবার প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রযুক্তিনির্ভর যুবসমাজ গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারদের কাজে যুক্ত করাই তাদের রাজনীতির কেন্দ্রে। প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে অগ্রাধিকার, এজন্য প্রতিটি সেক্টরের বাস্তব পরিকল্পনা তৈরি হচ্ছে। তারেক রহমান কর্মক্ষম জনসংখ্যাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন এবং তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ করে জনশক্তিতে রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজসহ বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন।