
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্ত থেকে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে তিনি কাঁটাতারবিহীন একটি অংশ দিয়ে ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। তবে বিএসএফ কর্মকর্তারা আটককৃতের নাম বা পরিচয় প্রকাশ করেনি।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এই ঘটনা ঘটে। বিএসএফের সদস্যরা সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করেন। কর্মকর্তার কাছ থেকে পাওয়া পরিচয়পত্রে দেখা গেছে, তিনি বাংলাদেশ পুলিশের কর্মী। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন তিনি ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন।
অন্যদিকে, ভারতের আসাম রাজ্যে প্রাপ্তবয়স্কদের আর নতুন করে আধার কার্ড দেওয়া হবে না বলে রাজ্যের মন্ত্রিসভা ঘোষণা দিয়েছে। তবে তফসিলি উপজাতি, তফসিলি জনজাতি এবং চা-শ্রমিক সম্প্রদায়ের সদস্যদের জন্য এক বছরের অতিরিক্ত সুযোগ রাখা হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘‘গত এক বছরে সীমান্তে একের পর এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। আমরা চাই, অবৈধভাবে কেউ আসামে প্রবেশ করে আধার কার্ডের মাধ্যমে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস করতে না পারে।’’ তিনি আরও জানান, এক বছরের পরও যদি কেউ বাদ পড়ে, তাহলে সংশ্লিষ্ট ডিসির কাছে আবেদন করতে হবে। এরপর পুলিশ, ফরেনার্স ট্রাইব্যুনালসহ সব অংশীদারদের পরামর্শের মাধ্যমে অত্যন্ত বিরল ক্ষেত্রে অনুমোদন দেওয়া হতে পারে।
এ ঘটনায় ভারতের সীমান্ত নিরাপত্তা ও আসামে নাগরিকতার বিষয় নিয়ে নতুনভাবে কড়া নজর রাখা হচ্ছে।