০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আল্লাহর গুণবাচক নাম: আল-খাফিদ – যিনি অবনতকারী

আল্লাহর ৯৯টি সুন্দর নামের মধ্যে একটি হলো আল-খাফিদ। এর অর্থ “অবনতকারী” বা যিনি যাকে চান নিচে নামিয়ে দেন। মহান আল্লাহ অহংকার, গর্ব ও অন্যায়ের কারণে অনেককে সম্মান ও ক্ষমতা থেকে বঞ্চিত করেন। আবার তাঁর ইচ্ছাতেই বিনয়ী ও ন্যায়ের পথে থাকা মানুষ মর্যাদায় উচ্চ আসনে অধিষ্ঠিত হয়।

পবিত্র কুরআনে আল্লাহ বলেন—
“বলুন, হে আল্লাহ! রাজত্বের মালিক, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও এবং যাকে ইচ্ছা কেড়ে নাও; তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো, আর যাকে ইচ্ছা অপমানিত করো। সমস্ত কল্যাণ তোমার হাতেই।” (সূরা আলে ইমরান, ৩:২৬)

এই নাম থেকে আমাদের জন্য শিক্ষা হলো, গর্ব ও অহংকার কোনো স্থায়ী মর্যাদা আনে না। মানুষের আসল মর্যাদা নির্ভর করে আল্লাহর সন্তুষ্টির উপর। তাই আমাদের উচিত বিনয়ী হওয়া, আল্লাহর উপর নির্ভরশীল থাকা এবং অহংকার থেকে দূরে থাকা।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

আল্লাহর গুণবাচক নাম: আল-খাফিদ – যিনি অবনতকারী

প্রকাশিত হয়েছে: ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

আল্লাহর ৯৯টি সুন্দর নামের মধ্যে একটি হলো আল-খাফিদ। এর অর্থ “অবনতকারী” বা যিনি যাকে চান নিচে নামিয়ে দেন। মহান আল্লাহ অহংকার, গর্ব ও অন্যায়ের কারণে অনেককে সম্মান ও ক্ষমতা থেকে বঞ্চিত করেন। আবার তাঁর ইচ্ছাতেই বিনয়ী ও ন্যায়ের পথে থাকা মানুষ মর্যাদায় উচ্চ আসনে অধিষ্ঠিত হয়।

পবিত্র কুরআনে আল্লাহ বলেন—
“বলুন, হে আল্লাহ! রাজত্বের মালিক, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও এবং যাকে ইচ্ছা কেড়ে নাও; তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো, আর যাকে ইচ্ছা অপমানিত করো। সমস্ত কল্যাণ তোমার হাতেই।” (সূরা আলে ইমরান, ৩:২৬)

এই নাম থেকে আমাদের জন্য শিক্ষা হলো, গর্ব ও অহংকার কোনো স্থায়ী মর্যাদা আনে না। মানুষের আসল মর্যাদা নির্ভর করে আল্লাহর সন্তুষ্টির উপর। তাই আমাদের উচিত বিনয়ী হওয়া, আল্লাহর উপর নির্ভরশীল থাকা এবং অহংকার থেকে দূরে থাকা।