০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টা, তিনজন আটক

চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টা করার সময় তিনজনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত এবং বুধবার বন্দরের বিভিন্ন গেট ও জেটি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বন্দরের ১ নম্বর গেটে একটি গাড়ির নিচ দিয়ে মালামাল চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আবুল খায়ের। গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে গোপালগঞ্জের মাকসুদপুরের বাসিন্দা মাহফুজ শেখ অবৈধভাবে বন্দর এলাকায় প্রবেশ করেন। পরে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরা করার সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিদেশগামী জাহাজে উঠে অবৈধভাবে বিদেশে যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেন। এসময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও খাবারসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়।

একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে খাগড়াছড়ির মানিকছড়ির মেহেদি হাসান লাবলু অন্যজনের প্রবেশ পাস ব্যবহার করে বন্দরে প্রবেশের চেষ্টা করেন। জিসিবি-২ নম্বর গেটে দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাকে আটক করেন। তদন্তে জানা যায়, তিনি মৃত মামার নামে ইস্যু করা পুরোনো পাস ব্যবহার করেছিলেন।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে বিভিন্ন গেট, শেড ও ইয়ার্ড এলাকায় নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় তিনটি ঘটনায় অনুপ্রবেশকারীদের আটক করা হয়।

ট্যাগ

চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টা, তিনজন আটক

প্রকাশিত হয়েছে: ১১:০২:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টা করার সময় তিনজনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত এবং বুধবার বন্দরের বিভিন্ন গেট ও জেটি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বন্দরের ১ নম্বর গেটে একটি গাড়ির নিচ দিয়ে মালামাল চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আবুল খায়ের। গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে গোপালগঞ্জের মাকসুদপুরের বাসিন্দা মাহফুজ শেখ অবৈধভাবে বন্দর এলাকায় প্রবেশ করেন। পরে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরা করার সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিদেশগামী জাহাজে উঠে অবৈধভাবে বিদেশে যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেন। এসময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও খাবারসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়।

একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে খাগড়াছড়ির মানিকছড়ির মেহেদি হাসান লাবলু অন্যজনের প্রবেশ পাস ব্যবহার করে বন্দরে প্রবেশের চেষ্টা করেন। জিসিবি-২ নম্বর গেটে দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাকে আটক করেন। তদন্তে জানা যায়, তিনি মৃত মামার নামে ইস্যু করা পুরোনো পাস ব্যবহার করেছিলেন।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে বিভিন্ন গেট, শেড ও ইয়ার্ড এলাকায় নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় তিনটি ঘটনায় অনুপ্রবেশকারীদের আটক করা হয়।