
সৌদিতে ‘গ্রিন কার্ড’: স্পনসর ছাড়াই বসবাস, ব্যবসা ও কাজের সুযোগ
সৌদি আরবের রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীরা দেশটিতে স্থায়ীভাবে বসবাস, কাজ এবং ব্যবসার সুযোগ পাচ্ছেন। এই প্রোগ্রামটি ‘সৌদি গ্রিন কার্ড’ নামে পরিচিত। এটি দেশটির ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ, যার মাধ্যমে সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ ও শক্তিশালী করার পাশাপাশি বৈশ্বিক মেধা ও বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিদেশি নাগরিকরা এই রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় কোনো কফিল বা স্পনসর ছাড়াই সৌদিতে থাকতে পারবেন। প্রোগ্রামের অধীনে থাকলে একজন ব্যক্তি তার পরিবারসহ সৌদিতে থাকতে পারবেন, নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন কিংবা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। একইসঙ্গে সম্পত্তি কেনার সুযোগ পাবেন (তবে মক্কা, মদিনা এবং সীমান্ত এলাকার বাইরে) এবং দেশটিতে যাওয়া-আসার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। স্ত্রী ও সন্তানদের স্পনসর করার সুবিধাও থাকছে।
এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি রয়েছে:
স্থায়ী রেসিডেন্সি, যার জন্য এককালীন ৮ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৫৯ লাখ) দিতে হবে এবং এটি আজীবনের জন্য বৈধ থাকবে।
নবায়নযোগ্য রেসিডেন্সি, যার বাৎসরিক ফি ১ লাখ সৌদি রিয়াল (প্রায় ৩৩ লাখ টাকা)। এটি প্রতিবছর নবায়ন করতে হবে।
এই রেসিডেন্সির জন্য আবেদন করতে হলে বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, বৈধ পাসপোর্ট থাকতে হবে, আবেদনকারীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা চলবে না। সৌদি আরবে বৈধভাবে প্রবেশ করতে হবে এবং অর্থনৈতিকভাবে সচ্ছলতার প্রমাণ দিতে হবে।
আবেদন করার জন্য প্রথমে pr.gov.sa ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট ও মেডিকেল রিপোর্ট আপলোড করে নির্ধারিত ফি জমা দিতে হবে। আবেদন অনুমোদন পেতে সময় লাগবে ১ থেকে ৩ মাস।
এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক হলো—প্রাপ্ত রেসিডেন্সি স্বয়ংক্রিয়ভাবে সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না; মক্কা, মদিনা ও সীমান্ত এলাকায় সম্পত্তি কেনা যাবে না; এবং নবায়নযোগ্য রেসিডেন্সি নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করতে হবে।