১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গুগল আনলো এআই-‘ভিডস’ অ্যাপ তৈরি হবে উন্নত ভিডিও

ভিডিও তৈরি করা আর শুধু পেশাদারদের কাজ নয়, বরং এখন সাধারণ ব্যবহারকারীর হাতের মুঠোয় চলে এসেছে। গুগল সম্প্রতি উন্মোচন করেছে ‘ভিডস’ নামের এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অ্যাপ, যা মাত্র কয়েকটি লেখা বা ছবি ব্যবহার করে উন্নত মানের ভিডিও বানানোর সুযোগ করে দেবে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর তথ্য অনুযায়ী, ভিডসের মূল বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণভাবে এআই দ্বারা পরিচালিত। ব্যবহারকারীরা চাইলে শুধু টেক্সট কিংবা ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করায় এখন টেমপ্লেট, স্টক মিডিয়া এবং বিভিন্ন এআই সুবিধা কাজে লাগিয়ে সহজেই ভিডিও বানানো সম্ভব হবে।

এই অ্যাপের মাধ্যমে লেখা, ছবি ও অন্যান্য মিডিয়া ফাইল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে গল্প বা ভিডিও তৈরি করা যাবে। এমনকি এতে থাকবে একটি ভার্চুয়াল এআই অ্যাভাটার, যা ভিডিওতে উপস্থাপকের মতো বিভিন্ন তথ্য তুলে ধরতে পারবে। ব্যবসায়িক ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর হবে—যেমন কোনো প্রতিষ্ঠানের প্রমোশনাল ভিডিও, পণ্যের ডেমো কিংবা অফিসের প্রেজেন্টেশন তৈরি করতে।

গুগল জানিয়েছে, ভিডসকে সরাসরি গুগল ওয়ার্কস্পেস-এর (ডকস, শিটস ও স্লাইডস) সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে ব্যবহারকারীরা খুব দ্রুত তাদের ডেটা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। বর্তমানে এই অ্যাপ ব্যবহার করে মাত্র ৮ সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করার সুযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভিডস অ্যাপ ভিডিও তৈরির পদ্ধতিকে নতুন মাত্রায় উন্নীত করবে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে, পাশাপাশি ছোট ব্যবসা ও সাধারণ ব্যবহারকারীরাও সহজেই পেশাদারি মানের ভিডিও বানাতে সক্ষম হবেন।

ট্যাগ

গুগল আনলো এআই-‘ভিডস’ অ্যাপ তৈরি হবে উন্নত ভিডিও

প্রকাশিত হয়েছে: ০৭:৪৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ভিডিও তৈরি করা আর শুধু পেশাদারদের কাজ নয়, বরং এখন সাধারণ ব্যবহারকারীর হাতের মুঠোয় চলে এসেছে। গুগল সম্প্রতি উন্মোচন করেছে ‘ভিডস’ নামের এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অ্যাপ, যা মাত্র কয়েকটি লেখা বা ছবি ব্যবহার করে উন্নত মানের ভিডিও বানানোর সুযোগ করে দেবে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর তথ্য অনুযায়ী, ভিডসের মূল বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণভাবে এআই দ্বারা পরিচালিত। ব্যবহারকারীরা চাইলে শুধু টেক্সট কিংবা ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করায় এখন টেমপ্লেট, স্টক মিডিয়া এবং বিভিন্ন এআই সুবিধা কাজে লাগিয়ে সহজেই ভিডিও বানানো সম্ভব হবে।

এই অ্যাপের মাধ্যমে লেখা, ছবি ও অন্যান্য মিডিয়া ফাইল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে গল্প বা ভিডিও তৈরি করা যাবে। এমনকি এতে থাকবে একটি ভার্চুয়াল এআই অ্যাভাটার, যা ভিডিওতে উপস্থাপকের মতো বিভিন্ন তথ্য তুলে ধরতে পারবে। ব্যবসায়িক ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর হবে—যেমন কোনো প্রতিষ্ঠানের প্রমোশনাল ভিডিও, পণ্যের ডেমো কিংবা অফিসের প্রেজেন্টেশন তৈরি করতে।

গুগল জানিয়েছে, ভিডসকে সরাসরি গুগল ওয়ার্কস্পেস-এর (ডকস, শিটস ও স্লাইডস) সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে ব্যবহারকারীরা খুব দ্রুত তাদের ডেটা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। বর্তমানে এই অ্যাপ ব্যবহার করে মাত্র ৮ সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করার সুযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভিডস অ্যাপ ভিডিও তৈরির পদ্ধতিকে নতুন মাত্রায় উন্নীত করবে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে, পাশাপাশি ছোট ব্যবসা ও সাধারণ ব্যবহারকারীরাও সহজেই পেশাদারি মানের ভিডিও বানাতে সক্ষম হবেন।