১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ তুলে নিলেন চেম্বার আদালত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাতে লেখা জরুরি আবেদন শুনানি নিয়ে এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আপিল করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করার আদেশ দেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

হাইকোর্ট তার আদেশে রিটকারী ও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বি এম ফাহমিদা আলমকে ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে সব অভিযোগ জমা দিতে নির্দেশ দেন। তবে রিটে সরাসরি নির্বাচন স্থগিত চাওয়া হয়নি।

এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ৯ সেপ্টেম্বর। চেম্বার আদালতের আদেশে এ নির্বাচনী কার্যক্রমে এখন আর কোনো আইনি বাধা থাকছে না।

ট্যাগ

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ তুলে নিলেন চেম্বার আদালত

প্রকাশিত হয়েছে: ১০:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাতে লেখা জরুরি আবেদন শুনানি নিয়ে এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আপিল করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করার আদেশ দেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

হাইকোর্ট তার আদেশে রিটকারী ও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বি এম ফাহমিদা আলমকে ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে সব অভিযোগ জমা দিতে নির্দেশ দেন। তবে রিটে সরাসরি নির্বাচন স্থগিত চাওয়া হয়নি।

এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ৯ সেপ্টেম্বর। চেম্বার আদালতের আদেশে এ নির্বাচনী কার্যক্রমে এখন আর কোনো আইনি বাধা থাকছে না।