
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, দেশের মোট জিডিপির মাত্র ১.৫৩ শতাংশ শিক্ষায় ব্যয় করা হয়। এ অর্থে বিশ্বমানের নাগরিক তৈরি করা সম্ভব নয়। এই বরাদ্দে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জীবনমানও উন্নত হচ্ছে না। তাই শিক্ষায় ন্যূনতম পাঁচ শতাংশ বিনিয়োগ করতে হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
ড. আমানুল্লাহ বলেন, “আমাদের থেকে অনেক দরিদ্র দেশ নেপাল ও ভুটান, তাদের শিক্ষায় বিনিয়োগ আমাদের দ্বিগুণ। পাকিস্তানকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলি, কিন্তু তারাও আমাদের তিন গুণ বেশি শিক্ষা খাতে ব্যয় করে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ওঠা-নামা করে, কিন্তু দেশটির অন্তত ৫০টি বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিংয়ে আছে। আমাদের কয়টা আছে? তাই শিক্ষায় ন্যূনতম পাঁচ শতাংশ বরাদ্দ দেওয়া জরুরি।”
মতবিনিময় সভায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নুরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।