০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘মাইলি ২১’ও ২৮’ নামে কানাডায় রেনাটার দুটি ভ্যারিয়েন্ট উদ্বোধন

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা পিএলসি এবার কানাডার বাজারে প্রবেশ করেছে।
প্রথমবারের মতো দেশটিতে কোম্পানিটি তাদের গর্ভনিরোধক ওষুধ বাণিজ্যিকীকরণ শুরু করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেনাটা।

তথ্য অনুযায়ী, ডেসোজেস্ট্রেল ০.১৫ মিলিগ্রাম এবং ইথিনাইল এস্ট্রাডিওল ০.০৩ মিলিগ্রাম ট্যাবলেট কানাডার বাজারে উন্মোচন করা হয়েছে। স্থানীয় জেনেরিক কোম্পানি অ্যাম্বিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে এগুলো ‘মাইলি ২১’ ও ‘মাইলি ২৮’ ব্র্যান্ড নামে বাজারজাত করা হচ্ছে।

রেনাটা লিমিটেডের কোম্পানি সচিব মো. জুবাইয়ের আলম বলেন,
“আমরা এই ওষুধের মাধ্যমে কানাডার বাজারে প্রথমবারের মতো প্রবেশ করছি। নারীদের গর্ভনিরোধক হিসেবে এ ওষুধ বাংলাদেশেও বিক্রি হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেউ ২১ দিনের, কেউ ২৮ দিনের ভ্যারিয়েন্ট ব্যবহার করে থাকেন।”

কোম্পানির আন্তর্জাতিক বিস্তারের অংশ হিসেবে সম্প্রতি রেনাটা যুক্তরাজ্যের বাজারে ফ্লুড্রোকোর্টিসোন ০.১ মিলিগ্রাম ট্যাবলেট বাণিজ্যিকীকরণ শুরু করেছে, যা অ্যাডিসন রোগ ও অ্যাড্রেনোজেনিটাল সিন্ড্রোম চিকিৎসায় ব্যবহৃত হয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রাম ওষুধ রপ্তানি শুরু করে রেনাটা।

যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিষ্ঠানটির রিসপেরিডোন (মানসিক বৈকল্যের চিকিৎসায়) ও ক্যাবারগোলিন সফলভাবে রপ্তানি হচ্ছে। অস্ট্রেলিয়ায় রেনাটার লেভোনরজেস্ট্রেল ১.৫ মিলিগ্রাম গর্ভনিরোধক পিল ‘নোভেলা-১’ নামে বাজারজাত করা হচ্ছে।

রেনাটার কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক সাফল্যের পর এবার কানাডায় প্রবেশ তাদের বিশ্বব্যাপী অবস্থানকে আরও শক্তিশালী করবে।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘মাইলি ২১’ও ২৮’ নামে কানাডায় রেনাটার দুটি ভ্যারিয়েন্ট উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা পিএলসি এবার কানাডার বাজারে প্রবেশ করেছে।
প্রথমবারের মতো দেশটিতে কোম্পানিটি তাদের গর্ভনিরোধক ওষুধ বাণিজ্যিকীকরণ শুরু করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেনাটা।

তথ্য অনুযায়ী, ডেসোজেস্ট্রেল ০.১৫ মিলিগ্রাম এবং ইথিনাইল এস্ট্রাডিওল ০.০৩ মিলিগ্রাম ট্যাবলেট কানাডার বাজারে উন্মোচন করা হয়েছে। স্থানীয় জেনেরিক কোম্পানি অ্যাম্বিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে এগুলো ‘মাইলি ২১’ ও ‘মাইলি ২৮’ ব্র্যান্ড নামে বাজারজাত করা হচ্ছে।

রেনাটা লিমিটেডের কোম্পানি সচিব মো. জুবাইয়ের আলম বলেন,
“আমরা এই ওষুধের মাধ্যমে কানাডার বাজারে প্রথমবারের মতো প্রবেশ করছি। নারীদের গর্ভনিরোধক হিসেবে এ ওষুধ বাংলাদেশেও বিক্রি হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেউ ২১ দিনের, কেউ ২৮ দিনের ভ্যারিয়েন্ট ব্যবহার করে থাকেন।”

কোম্পানির আন্তর্জাতিক বিস্তারের অংশ হিসেবে সম্প্রতি রেনাটা যুক্তরাজ্যের বাজারে ফ্লুড্রোকোর্টিসোন ০.১ মিলিগ্রাম ট্যাবলেট বাণিজ্যিকীকরণ শুরু করেছে, যা অ্যাডিসন রোগ ও অ্যাড্রেনোজেনিটাল সিন্ড্রোম চিকিৎসায় ব্যবহৃত হয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রাম ওষুধ রপ্তানি শুরু করে রেনাটা।

যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিষ্ঠানটির রিসপেরিডোন (মানসিক বৈকল্যের চিকিৎসায়) ও ক্যাবারগোলিন সফলভাবে রপ্তানি হচ্ছে। অস্ট্রেলিয়ায় রেনাটার লেভোনরজেস্ট্রেল ১.৫ মিলিগ্রাম গর্ভনিরোধক পিল ‘নোভেলা-১’ নামে বাজারজাত করা হচ্ছে।

রেনাটার কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক সাফল্যের পর এবার কানাডায় প্রবেশ তাদের বিশ্বব্যাপী অবস্থানকে আরও শক্তিশালী করবে।