
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হলো ভোট শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর। শনিবার বিকেল সোয়া পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ফলাফল। এবারের নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের মোহাম্মদ মাজহারুল ইসলাম, তিনি পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা জয়ী হয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের হিসাবে কাস্ট হয়েছে ৮ হাজার ১৬ ভোট, যা মোট ভোটারের ৬৭ দশমিক ৯ শতাংশ। ধারণা করা হয়েছিল ফলাফল প্রকাশ হতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু ভোট গণনা নিয়ে বিতর্ক, বর্জন আর শিক্ষক সংকটের কারণে একের পর এক দেরি হয়।
নির্বাচন কমিশন জানায়, কয়েকটি সংগঠন লিখিতভাবে দাবি জানানোয় ওএমআর মেশিনে ফলাফল গণনা না করে হাতে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রধান অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, ভোটে অনিয়ম হয়নি, তবে হাতে গণনায় সময় বেশি লেগেছে। প্রার্থীর সংখ্যা ছিল ১৭৭ জন, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে একাধিক ব্যালটপেপার গণনা করতে সময় লেগেছে অনেক।
এবারের নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল, যারা ভোট বর্জনের ঘোষণা দেয়। তাদের অভিযোগ, জামায়াত-শিবিরের প্রভাব খাটিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। পাল্টা অভিযোগ তোলেন শিবির-সমর্থিত জোটের প্রার্থীরা। পরে সম্প্রীতির ঐক্য ও সংশপ্তক পর্ষদসহ আরও কয়েকটি প্যানেলও ভোট বর্জনের ঘোষণা দেয়।
ভোট গণনার সময় আরেক জটিলতা দেখা দেয় এক শিক্ষকের মৃত্যুতে। শুক্রবার সকালে গণনায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে কয়েকজন শিক্ষক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের একজন সদস্যও পদত্যাগ করেন। এসব কারণে ফলাফল ঘোষণায় আরও দেরি হয়।
সবশেষে, কমিশন জানায় নির্বাচন বাতিল করা হবে না, হাতে গণনার মাধ্যমেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হয় জাকসুর ২৫টি পদের ফলাফল এবং ২১টি হল সংসদের নির্বাচিতদের নাম।