
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছে টাইগাররা।
শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় শূন্য রানে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও লিটন দাস সামলান চাপ। একসময় ৫০ রানের জুটি গড়লেও লিটন ব্যক্তিগত ২৩ রানে আউট হন।
এরপর সাইফ ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। চার-ছক্কার ইনিংসে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন সাইফ। ৪৫ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে আগের দুই ম্যাচে রান করতে না পারা হৃদয় এইদিন দারুণ ফর্মে থাকেন। অর্ধশতক তুলে নিয়ে ৫৮ রানে আউট হওয়ার আগে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।
শেষদিকে শামীম পাটোয়ারী অপরাজিত ১৪ রান করে বাংলাদেশকে জয় নিশ্চিত করেন। যদিও শেষ ওভারে হঠাৎ দুই উইকেট হারিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হয়, তবে ১ বল বাকি থাকতে জয় তুলে নেয় টাইগাররা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানরা চাপে পড়ে।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করেন। মাত্র ২০ রানে ৩ উইকেট নিয়ে তিনি ইনিংসের সেরা বোলার হন। এছাড়া শেখ মেহেদি নেন ২ উইকেট, তাসকিন আহমেদ ১ উইকেট শিকার করেন।
এই জয়ে সুপার ফোরে শীর্ষে থেকে এগিয়ে গেল বাংলাদেশ দল।