০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আপৎকালীন সময়ের জন্য ডলার রিজার্ভ যথেষ্ট নয়: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের ডলার রিজার্ভ আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ডলারের দাম স্থিতিশীল না রাখলে নেতিবাচক প্রভাব পড়বে। রেমিট্যান্স প্রেরণকারীদের বিষয়টিও মাথায় রাখতে হয়। তবে এখনকার রিজার্ভ বড় কোনো দুর্যোগ সামলানোর মতো যথেষ্ট নয়। ২০০৭-০৮ সালে গভর্নর থাকাকালে সিডর-আইলার মতো দুর্যোগে আমরা সমস্যায় পড়েছিলাম। তাই রিজার্ভ বাড়ানো এখন জরুরি।”

পিপিআরসির এক জরিপে বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৭০ শতাংশ মানুষ অস্বস্তিতে আছে। এ বিষয়ে প্রতিক্রিয়া চাইলে তিনি সংক্ষেপে বলেন, “প্রতিবেদনটা আমি দেখেছি,” তবে বিস্তারিত মন্তব্য করেননি।

বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরকে আপগ্রেড করার জন্য রানওয়ে গ্রেড-১ থেকে গ্রেড-২ তে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে, যাতে বড় বিমান ওঠানামা করতে পারে। পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুম আধুনিকায়নের উদ্যোগও অনুমোদন পেয়েছে।

এ ছাড়া দেশের জ্বালানি সংকট মোকাবিলায় অকটেন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সালেহউদ্দিন আহমেদ বলেন, “বর্তমানে অকটেনের কিছুটা ঘাটতি রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণে আমরা চাই না কোনো ধরনের সংকট তৈরি হোক।”

অন্যদিকে, জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের জন্য যা যা দরকার তার কোনো কমতি হবে না। বডি ক্যামেরা কেনার কাজ চলছে ইউএনডিপির মাধ্যমে। মূল প্রস্তুতির দায়িত্ব নির্বাচন কমিশনের।” তিনি আরও জানান, নির্বাচন কমিশন অতিরিক্ত কোনো দায়িত্ব নিতে চাইছে না, তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বডি ক্যামেরা কেনা হচ্ছে।

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

আপৎকালীন সময়ের জন্য ডলার রিজার্ভ যথেষ্ট নয়: অর্থ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: ১০:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের ডলার রিজার্ভ আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ডলারের দাম স্থিতিশীল না রাখলে নেতিবাচক প্রভাব পড়বে। রেমিট্যান্স প্রেরণকারীদের বিষয়টিও মাথায় রাখতে হয়। তবে এখনকার রিজার্ভ বড় কোনো দুর্যোগ সামলানোর মতো যথেষ্ট নয়। ২০০৭-০৮ সালে গভর্নর থাকাকালে সিডর-আইলার মতো দুর্যোগে আমরা সমস্যায় পড়েছিলাম। তাই রিজার্ভ বাড়ানো এখন জরুরি।”

পিপিআরসির এক জরিপে বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৭০ শতাংশ মানুষ অস্বস্তিতে আছে। এ বিষয়ে প্রতিক্রিয়া চাইলে তিনি সংক্ষেপে বলেন, “প্রতিবেদনটা আমি দেখেছি,” তবে বিস্তারিত মন্তব্য করেননি।

বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরকে আপগ্রেড করার জন্য রানওয়ে গ্রেড-১ থেকে গ্রেড-২ তে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে, যাতে বড় বিমান ওঠানামা করতে পারে। পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুম আধুনিকায়নের উদ্যোগও অনুমোদন পেয়েছে।

এ ছাড়া দেশের জ্বালানি সংকট মোকাবিলায় অকটেন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সালেহউদ্দিন আহমেদ বলেন, “বর্তমানে অকটেনের কিছুটা ঘাটতি রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণে আমরা চাই না কোনো ধরনের সংকট তৈরি হোক।”

অন্যদিকে, জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের জন্য যা যা দরকার তার কোনো কমতি হবে না। বডি ক্যামেরা কেনার কাজ চলছে ইউএনডিপির মাধ্যমে। মূল প্রস্তুতির দায়িত্ব নির্বাচন কমিশনের।” তিনি আরও জানান, নির্বাচন কমিশন অতিরিক্ত কোনো দায়িত্ব নিতে চাইছে না, তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বডি ক্যামেরা কেনা হচ্ছে।