
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, তিনি বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১টার মধ্যে ভাষণ দেবেন। এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে।
নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। সূচি অনুযায়ী ড. ইউনূস দশম বক্তা হিসেবে ভাষণ দেবেন। তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয়গুলো তুলে ধরার আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি বিশ্ব সম্প্রদায়কে তুলে ধরবেন। এছাড়া গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার জন্য সরকারের নেওয়া উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে।
প্রেস সচিব বলেন, “মূল বার্তাটি হবে—বিশ্ববাসীর কাছে প্রধান উপদেষ্টা জানাবেন যে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর।”