১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডিতে জুবাইদা রহমানের নিরাপত্তা চায় বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্য নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে তার রাজধানীর ধানমন্ডির বাসভবন ও চলাচলের পথকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (২ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ উপলক্ষে তার ধানমন্ডি ৫ নম্বর রোডে অবস্থিত বাসা এবং যাতায়াতের সময় পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।

চিঠিটি স্বাক্ষর করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এটি স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এখনো সরকারি কোনো দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

ধানমন্ডিতে জুবাইদা রহমানের নিরাপত্তা চায় বিএনপি

প্রকাশিত হয়েছে: ০৮:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্য নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে তার রাজধানীর ধানমন্ডির বাসভবন ও চলাচলের পথকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (২ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ উপলক্ষে তার ধানমন্ডি ৫ নম্বর রোডে অবস্থিত বাসা এবং যাতায়াতের সময় পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।

চিঠিটি স্বাক্ষর করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এটি স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এখনো সরকারি কোনো দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।